Shibpur Murder : শিবপুরে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার পালিত পুত্র-সহ ২
১০ ঘণ্টার মধ্যে হাওড়ার শিবপুরে ব্যবসায়ীকে খুনের কিনারা করল হাওড়া সিটি পুলিশ। ফ্ল্যাটের সিঁড়িতে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার পালিত পুত্র-সহ ২। মৃতের নাম শেখ তৈয়ব আলি। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ নাগাদ শিবপুরের কাজিপাড়ার বাড়িতে ফিরেছিলেন চাঁদনি মার্কেটের ওই ব্যবসায়ী। অভিযোগ, বাড়িতে ঢোকার পর সিঁড়ি দিয়ে ওঠার সময়, ব্যবসায়ীর মাথার পিছনে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। পুলিশের দাবি, সম্পত্তি ও টাকার লোভে সুপারি কিলার দিয়ে পালক পিতাকে খুনের ষড়যন্ত্র করে পালিত পুত্র আকাশ আফ্রিদি। বন্ধুকে নিয়ে ওই যুবক বাড়ির সিঁড়িতে লুকিয়ে ছিল। পালক পিতা বাড়ি ঢুকতেই তাঁর ওপর হামলা চালানো হয়।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)