Behala Accident: 'পরিবর্তন আগে হলে আমার ছেলেটা যেত না, আমার সঙ্গে থাকত', শোকে পাথর সৌরনীলের মা
Behala Accident: পথ দুর্ঘটনা কেড়েছে ছেলের প্রাণ। শোকে পাথর মা। ট্রাফিক সিগন্যাল নিয়েই মাকে শেষ প্রশ্ন সৌরনীলের। সেই ট্রাফিক সিগন্যালই কাড়ল প্রাণ। শুক্রবারের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে বেহালার দীপিকা সরকারকে। 'পরিবর্তন আগে হলে আমার ছেলেটা যেত না, আমার সঙ্গে থাকত'।'এখন হয়েছে, অন্য বাচ্চারা তো বেঁচে যাবে, আমার মতো আর মায়ের কোল খালি হবে না'। 'হেড স্যার ফোন করেছিলেন, আমি ভেবেছি সৌরনীলের বাবা অটোতে ব্যাগ ফেলে চলে গেছে'। 'পরীক্ষায় খাতা পেন্সিল লাগবে হয়তো, আমি নিয়ে যাচ্ছিলাম'। 'তখন ওর বাবা বলল সব শেষ'। 'সৌরনীলের পাঠ্যবইতে ট্রাফিক সিগন্যালের প্রসঙ্গও ছিল'। 'বেরনোর সময় সৌরনীলকে ট্রাফিক সিগন্যাল বানান বলে দিয়েছিলাম'। 'পড়াশোনার খুব ভাল ছিল সৌরনীল'। 'মাছ বানানোর জন্য আর্ট পেপার নিয়ে গিয়েছিল, মাছ আর বানানো হল না সৌরনীলের'

















