Jagadhatri Puja 2024: আজ জগদ্ধাত্রী পুজোর নবমী, চন্দননগরে মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়
ABP Ananda Live: আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। সেজে উঠেছে চন্দননগর থেকে কৃষ্ণনগর। চন্দননগরে রীতিমত জাঁকজমক করে হয় জগদ্ধাত্রী পুজো। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই অপরূপ আলোক সজ্জা ও মন্ডপ সজ্জা।
'এদের যারা ধরিয়ে দিয়েছে তারাও তৃণমূল, যারা এস সঙ্গে যুক্ত রয়েছে তারাও তৃণমূল। তৃণমূলের ছাত্রনেতারা এর সঙ্গে যুক্ত রয়েছে। পুলিশ তদন্ত করুক, বেরোবে। যুদ্ধক্ষেত্রে বসে আছি', শিয়ালদায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, কার্তুজ প্রসঙ্গে বললেন বিজেপি নেতা সজল ঘোষ। বৈঠকখানা রোডে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, প্রচুর কার্তুজ! STF-এর অভিযান, ৫টি আগ্নেয়াস্ত্র, ৯০ রাউন্ড গুলি উদ্ধার! সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ । কারা, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত? আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ ২জন আটক: কলকাতা পুলিশ সূত্র । বিহারের মুঙ্গের থেকে অস্ত্র বিক্রির জন্য কলকাতায় আসতেই অভিযানে STF । ২টি 7MM পিস্তল, ৩টি ওয়ান শটার, ৯০ রাউন্ড গুলি-সহ গ্রেফতার ১। অস্ত্রের হাত বদলের আগেই ইজরায়েল খান নামে ঝাড়খণ্ডের বাসিন্দা গ্রেফতার । ঝাড়খণ্ডের হান্টারগঞ্জের বাসিন্দা ইসমাইল খান: পুলিশ সূত্র।