Jalpaiguri News: জলপাইগুড়িতে ফের ভুতুড়ে ভোটারের খোঁজ !
ABP Ananda LIVE: জলপাইগুড়িতে ফের ভুতুড়ে ভোটারের খোঁজ! ১২০৬ জন ভোটারের মধ্যে ৪১ জন মৃত ভোটারের নাম! ১১ জন অন্যত্র চলে গেলেও এলাকার ভোটার তালিকায় রয়েছে তাঁদের নাম । জলপাইগুড়ি সদর বিধানসভার গরালবাড়ি অঞ্চলের ১৭৬ নম্বর বুথের ঘটনা । ভুতুড়ে ভোটার ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ স্থানীয়দের । শুধু ভোট লুঠের অভিযোগ করলেই হবে না' ভোট লুঠের অভিযোগ প্রমাণ করতে হবে, জবাব তৃণমূলের।
আরও পড়ুন...
SSC-র দাগি তালিকায় নাম মেয়ের, এবার পদ খোয়ালেন মা!
SSC-র দাগি তালিকায় নাম মেয়ের, এবার পদ খোয়ালেন মা। সাংগঠনিক পদ থেকে নাম বাদ গেল নিউ ব্যারাকপুরের উপপ্রধানের। দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের মহিলা সভাপতি ছিলেন স্বপ্না বিশ্বাস। তাঁর জায়গায় নতুন সাংগঠনিক জেলা মহিলা নতুন সভাপতি সোনালী সিংহ রায়। দাগি-তালিকায় নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী। নিউ ব্য়ারাকপুর মাসুন্দা বয়েজ হাইস্কুলের শিক্ষিকা ছিলেন শতাব্দী বিশ্বাস। আবার ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি তাঁর মা স্বপ্না বিশ্বাস। SSC-র তালিকায় ১২৭৪ নম্বরে নাম রয়েছে শতাব্দী বিশ্বাসের।



















