Jaynagar Incident: জয়নগরের বকুলতলায় প্রতিবাদীকে হত্যা, গ্রেফতার মাত্র ২
ABP Ananda Live: একেবারে ফিল্মি কায়দায় টাইম বলে খুন! তাও আবার পুলিশের সামনে! অন্তত এমনটাই অভিযোগ উঠেছে জয়নগরে। রবিবার রাতে মদ্যপানের প্রতিবাদ করায় গন্ডগোল শুরু হয় বকুলতলায়। অভিযোগ, পুলিশের সামনেই সকালের মধ্যে খুনের হুমকি দেয় দুষকৃতীরা। আর সোমবার ঠিক সাত সকালেই হামলা চলে। দুষকৃতীদের মারে মৃত্যু হয় ৩২ বছরের এক যুবকের। অভিযোগ বন্দুকের বাঁট, রড দিয়ে মেরে মাথার খুলি ফাটিয়ে দেওয়া হয়েছিল নিহতের। নৃশংস এই হত্যাকাণ্ডের পর প্রশ্ন উঠছে, রবিবার রাতেই যদি খুনের হুমকি দেওয়ার সময় পুলিশ ব্যবস্থা নিত, তাহলে আর খুন হতে হত না সাহেম খানকে। বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন, মৃতের পরিবারের সদস্যরা এখন অভিযোগ করতেই পারেন। কিন্তু এ নিয়ে (পুলিশের সামনে হুমকি) কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি (রবিবার রাতে)। সোমবার সকাল ১১.৩৫-এ খুনের চেষ্টার (তখনও সায়েম খানের মৃত্যু হয়নি) যে মামলা দায়ের হয়েছিল, তাতেও পুলিশের সামনে হুমকির কোনও অভিযোগ ছিল না।




















