JP Nadda: চুঁচুড়ার পর চন্দননগরে রাসবিহারী বসু রিসার্চ ইনস্টিটিউটে গেলেন জে পি নাড্ডা।Bangla News
বঙ্গ বিজেপিতে অসন্তোষের মধ্যেই ২ দিনের সফরে রাজ্যে জে পি নাড্ডা। আজ প্রথমে চুঁচুড়ায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বন্দে মাতরম ভবনে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি। এখান থেকে তিনি যান চন্দননগরে রাসবিহারী বসু রিসার্চ ইনস্টিটিউটে। সেখান থেকে কলকাতায় ফিরে ন্যাশনাল লাইব্রেরিতে রাজ্য কর্মসমিতির বৈঠকে যোগ দেবেন নাড্ডা।
আগামীকাল সকাল ৯টায় যাবেন বেলুড় মঠে। দুপুর ২টোয় সায়েন্স সিটিতে রাজ্যের সমস্ত মণ্ডল সভাপতিদের নিয়ে সম্মেলনে যোগ দেবেন নাড্ডা। এরপর সোয়া ৪টে নাগাদ কলামন্দিরে কলকাতার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে তাঁর আলাপচারিতা। আগামীকাল সন্ধে ৬টার বিমানে দিল্লি ফিরবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
গতকাল কলকাতা বিমানবন্দরে নাড্ডাকে স্বাগত জানায় বিজেপি রাজ্য নেতৃত্ব। নিউটাউনের বেসরকারি হোটেলে রাতেই তাঁর সঙ্গে বৈঠক করেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির একাধিক নেতা-নেত্রী।