Jukti Takko:কেন্দ্রীয় সরকারের ভূমিকা এখানে কী?কীভাবে কেন্দ্র নীরব দর্শকের মতো এটা দেখছে?:কুণাল সরকার
ABP Ananda Live: 'সুপ্রিম কোর্ট রায় দেয়, দৈববাণী করে না। NEET-এর ক্ষেত্রে পুরোটা বাতিল করেনি সুপ্রিম কোর্ট। কখনও CBI লিস্ট দিয়েছে, কখনও অভিজিৎ গঙ্গোপাধ্যায়। SSC-র প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়েছে। একটা লিস্ট কোথাও না কোথাও রয়েছে। তবু কেন আবার SSC-কে দিয়ে করানো হচ্ছে? আজকে কেন্দ্রীয় সরকারের ভূমিকা এখানে কী? কীভাবে কেন্দ্র নীরব দর্শকের মতো এটা দেখছে? অ্যাটাচ করা সম্পত্তি থেকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না? কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না যোগ্য চাকরিহারাদের? কেন শিক্ষাব্যবস্থার বিকেন্দ্রীকরণ করা হচ্ছে না?' মন্তব্য কুণাল সরকারের।
"প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি--চাকরি গিলে খায়, সরকারকেই নিতে হবে যোগ্যদের দায়।" বক্তা — চিন্ময় মণ্ডল, সমীর চক্রবর্তী, সজল ঘোষ, জহর সরকার, ডঃ কুণাল সরকার, দেবাংশু ভট্টাচার্য, শতরূপ ঘোষ, ফিরদৌস শামিম



















