Jukti Takko: 'আমাদের লড়াই কি সত্যিই শেষ? শেষ হবে যখন.....'মন্তব্য জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর
ABP Ananda Live: '৯ই অগাস্টকে কেন্দ্র করে আর জি কর মেডিক্যালের গুটিকয়েক ছাত্রছাত্রী যখন তিলোত্তমার বিচারের দাবিতে যখন আন্দোলন শুরু করে তখন শুধুমাত্র একটি জিনিস মাথায় ছিল যে একটা হসপিটাল ক্যাম্পাসের মধ্যে এরকম একটা নারকীয়, পৈশাচিক ঘটনা পরিলক্ষিত করেছি কিনা? এই ঘটনা যদি আমরা অতীতে পরিলক্ষিত না করি তাহলে আমি বন্ধু হয়ে তার জন্য কী করতে পারি! সেই জায়গা থেকে আমাদের এই আন্দোলনের সূচনা। আজ প্রায় ৭০ থেকে ৭২ দিন আমাদের আন্দোলন অতিবাহিতি নানান কর্মসূচির মধ্য দিয়ে। শুরুর দিন থেকে অনশন তোলা পর্যন্ত আমাদের লড়াই কি সত্যিই শেষ? আমাদের লড়াই তখনই শেষ হবে যখন আমরা উপযুক্ত বিচার পাব। লড়াই আন্দোলনের ফর্ম বদলাতে পারে কিন্তু আন্দোলন থামবে না', মন্তব্য জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর ।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/851940733a3185cd94ea52bb90a2a2b01739803759405894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)