Jukti Takko: কমিটি নিয়ে আলোচনা বেশি হল, তিলোত্তমার বিচারের কথাটা উপেক্ষিত হল: সুমন বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: "কমিটি নিয়ে আলোচনা বেশি হল, তিলোত্তমার বিচারের কথাটা উপেক্ষিত হল । অভয়ার বিচার চাই মানে এই নয় যে বাকি রাজ্য থেকে মুখ সরিয়ে নেব । জোর করে কোনও একজনকে দোষী সাব্যস্ত করা ঠিক নয় । গণতন্ত্রের পরিসর সীমিত হয়ে পড়বে । বাংলার বাইরের ঘটনা নিয়ে আমরা বেশি ভাবিত নই । ন্যায় বিচারের দাবি সঙ্গত কিন্তু গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলা ঠিক নয় । যারা নিজেদের প্রতিবাদী প্রতিপন্ন করছেন, তাঁদের অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল । সৌমিত্র বিশ্বাসের বিচার শেষ পর্যন্ত হয়নি । কর্ম বিরতি সীমাবদ্ধ ছিল সরকারি হাসপাতালে, বেসরকারি ক্ষেত্রে হয়নি । বেসরকারি হাসপাতালের ব্যবসা ৪০% বৃদ্ধি পেয়েছে । আর জি কর হাসপাতালের হস্টেলের ঠিকানা দেখিয়ে ট্রাস্ট তৈরি করা হয়েছে । কলেজ কাউন্সিল স্বাস্থ্য দফতরকে সুপারিশ করতে পারে, সিদ্ধান্ত রাজ্য সরকারের", যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে মন্তব্য সুমন বন্দ্যোপাধ্যায়ের