Ananda Sakal Seg 1: কাকদ্বীপে সিপিএম কর্মী ও তাঁর স্ত্রীকে খুনের ঘটনায়, সিট গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ABP Ananda Live
পঞ্চায়েত ভোটের মুখে হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য় সরকার। কাকদ্বীপে সিপিএম কর্মী ও তাঁর স্ত্রীকে খুনের ঘটনায়, সিট গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। পোস্টমর্টেম রিপোর্টে এক, আর পুলিশের চার্জশিটে আরেক তথ্য। কাকদ্বীপে সিপিএম কর্মী, দম্পতির খুনের তদন্তে এই অসামঞ্জস্য, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। শুরুতেই তৃণমূল ও রাজ্য় পুলিশের শীর্ষ কর্তারা শর্ট সার্কিটের তত্ত্ব খাড়া করেছিলেন। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, পুড়ে মৃত্যুর কথা। পুলিশ চার্জশিটে দাবি করেছিল, গলায় ফাঁস দিয়ে মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশের চার্জশিটের তথ্যের মধ্যে বিস্তর ফারাক দেখার পর, বিচারপতি মান্থা, পুলিশের সেই চার্জশিটের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন।
IPS অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে SIT গঠনের নির্দেশ দিয়েছেন। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, ৫ বছরে পুলিশ কী তদন্ত করল?