By Election: ঘাটে নেই মাঝি, আটকে প্রায় ৩০০ ভোটার । কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে আজব কাণ্ড
ABP Ananda LIVE : ঘাটে নেই মাঝি, আটকে প্রায় ৩০০ ভোটার । কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে আজব কাণ্ড ।পলাশির কাছে ফুলবাগান গ্রামে বিপত্তি ।ভাগীরথী নদী পেরিয়ে ভোট দিতে যেতে হয় ভোটারদের ।নৌকা রিজার্ভ করলেও দেখা নেই মাঝির, অভিযোগ ভোটারদের।অনেকেই নৌকায় এসেও ফিরতে পারছেন না, দাবি ভোটারদের।বিজেপির ভোটারদের আসতে না দিতেই এই কাণ্ড, অভিযোগ বিজেপি প্রার্থীর।
রাত থেকে টানা বৃষ্টিতে রাস্তার দশা বেহাল কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন বুথের সামনে। পিছল রাস্তা। প্যাচপ্যাচে কাদা। সেই পথেই রীতিমতো ব্যালেন্স করে হেঁটে ভোট দিতে এসেছেন কিছু মানুষ। এখনও তেমন ভিড় দেখা যায়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই বুথে ভোটারের সংখ্যা তুলনায় কম। তবে স্থানীয়দের দাবি নিরাপত্তা ঠিক আছে। সকালে বৃষ্টি হচ্ছে তাই লোক কম। বেলা বাড়লে লোক বাড়বে। তবে কাদা পেরিয়ে ভোটারদের আসতে-যেতে বেশ সমস্যা হচ্ছে। সেন্ট্রাল ফোর্স বালি ফেলার কথা জানিয়েছে সকালেই। কারণ মানুষ এত কাদা পেরিয়ে ঢুকতে পারবে না। তবে কোনও পদক্ষেপ দেখা যায়নি এখনও। নিরাপত্তারক্ষীরাই হাত ধরে ভোটারদের কাদা পিছল রাস্তা পার করার চেষ্টা করছেন।



















