Kalipuja 2024: ৫১ তম বর্ষে দমদম মিলন সঙ্ঘের পুজো | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ৫১ তম বর্ষে দমদম মিলন সঙ্ঘের পুজো । এবারের ভাবনায় ফুটে উঠেছে ৫১ ফুট লম্বা জগন্নাথদেবের মূর্তি । এটাই এবছরের মণ্ডপের মূল আকর্ষণ ।
আরও খবর..
দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে করুণাময়ী কালীর আরাধনা।সকালে মায়ের মঙ্গলারতির পর পুজো শুরু হয়। রাতভর পুজো চলবে। চৈত্র সংক্রান্তি ও কালীপুজো, বছরে এই দু’দিন লেক কালীবাড়িতে ঘট বিসর্জন হয়। সন্ধেয় নতুন ঘট প্রতিষ্ঠা করে মায়ের পুজো হবে। এটাই লেক কালীবাড়ির বৈশিষ্ট্য। কালীপুজো উপলক্ষ্যে সকাল থেকে লেক কালীবাড়িতে ভক্তের ঢল।
ভাঙড়ে উত্তর কাশীপুর থানার ঢিল ছোড়া দূরত্বে এক ব্যক্তির দেহ উদ্ধার হল। গতকাল রাতে কোম্পানির পুকুর নামে একটি জলাশয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, দেহের কোথাও আঘাতের চিহ্ন মেলেনি। কোনওভাবে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু নাকি খুন করে দেহ ফেলে দিয়ে যাওয়া হয়েছে, খতিয়ে দেখছে পুলিশ।
![Delhi Station News: দিল্লিতে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, কী বললেন মমতা? ABP Ananda live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/9d2d0dd45c53638df0d9233ef8ffb2f01739714713893967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)