Kalyani : কল্যাণী মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে অভিযুক্তদের বহিষ্কারের বদলে মুচলেকা দিলে ছাড় !
ABP Ananda LIVE: থ্রেট কালচারের অভিযুক্তদের বহিষ্কারের শাস্তি বদলে গেল মুচলেকায়! কল্যাণী মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে ৪০জন অভিযুক্ত। ৬ মাসের জন্য বহিষ্কারের বদলে মুচলেকা দিলে ছাড়ের সিদ্ধান্ত। অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ? সুপারিশ গেল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে। 'ভবিষ্যতে আর হবে না বলে মুচলেকা দিতে হবে ছাত্র-অভিভাবকদের'। অভিযুক্তরা ছাত্র সংসদের নির্বাচনেও দাঁড়াতে পারবেন না বলে সিদ্ধান্ত। হস্টেলে কোনও বহিরাগত থাকতে পারবে না বলে কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত।
আরও খবর...
জেলায় জেলায় 'তরুণের স্বপ্নের' কোটি কোটি টাকা গায়েব। '১০ হাজার অ্যাকাউন্টে ফেলতে দিলেই ৩০০ টাকা কমিশন!' ভাড়াটেদের অ্যাকাউন্টে পড়ছে ছাত্র-ছাত্রীদের হকের টাকা! কীভাবে, কোত্থেকে তথ্য-ফাঁস? ফরেন্সিক অডিট করাবে লালবাজার। সরশুনা, যাদবপুর, মানিকতলা, ওয়াটগঞ্জ, বেনিয়াপুকুর, কসবা। এখনও পর্যন্ত কলকাতার ৬টি থানায় ট্যাব নিয়ে অভিযোগ দায়ের। ট্যাব-কেলেঙ্কারি, জেলায় জেলায় এখনও পর্যন্ত ৫৬টি FIR দায়ের। ঝাড়গ্রামে ট্যাবের টাকা লোপাট, সবচেয়ে বেশি ১০টি FIR। শিলিগুড়িতে ২, কালিম্পঙে ৩, বীরভূম-বাঁকুড়ায় ১টি করে FIR। ইসলামপুর, আসানসোল-দুর্গাপুর, মুর্শিদাবাদ, হাওড়া। পূর্ব মেদিনীপুর, বারাসাত, বসিরহাট, চন্দননগরেও FIR: পুলিশ সূত্র। ট্যাবের টাকা গায়েব-চক্র জড়িত থাকার অভিযোগ, ৮জন গ্রেফতার।