Kalyani News: কল্যাণী মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ, ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার
Kalyani News: কল্যাণী মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ। ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার, সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের বৈঠকে। হাসপাতাল, হস্টেল, কলেজ ক্যাম্পাস থেকে ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত। ন্যূনতম ৬ মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের। শুধুমাত্র পরীক্ষা দিতে ও তদন্ত কমিটির মুখোমুখি হতে ক্যাম্পাসে প্রবেশে ছাড়। স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত। সমস্ত ক্লাস রিপ্রেজেনটেটিভকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। কলেজ নির্বাচনে অংশ নিতে পারবে না বহিষ্কৃত ডাক্তারি পড়ুয়ারা। আজ থেকে হস্টেল চত্বরে বসছে পুলিশ পিকেট, চলবে টহলদারি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হবে, জানাল কলেজ কাউন্সিল।
বিগত কয়েকদিন ধরে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়, নিউজ কভার করতে গিয়ে বুক জলে রিপোর্টার ! জল-ভোগান্তির মধ্যেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে চরমে উঠেছে পানীয় জলের সঙ্কট। নৌকা বা ডিঙি চড়ে অনেক দূর থেকে পানীয় জল নিয়ে আসতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিগত কয়েকদিন ধরে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। একাধিক এলাকার বাসিন্দাদের পাকা বাড়ির একতলা এখনও জলের তলায়। ছাদের উপর ত্রিপল টাঙিয়ে কোনও রকমে বসবাস করছেন তাঁরা। জলে ডুবে থাকা রাজ্য সড়কের উপর দিয়েই প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন মানুষজন।