Bangladesh: পার্কস্ট্রিট থেকে ধৃত প্রাক্তন বিএনপি নেতাকে জিজ্ঞাসাবাদে মিলল চাঞ্চল্যকর তথ্য ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাংলাদেশে ( Bangladesh ) উত্তপ্ত পরিস্থিতি। সংখ্যালঘু হিন্দুরা বিপন্ন। ধর্মস্থানে হানা দুষ্কৃতীদের। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে কোর্টে ধাক্কা খেয়েও চাপ বাড়াচ্ছে কট্টরপন্থীরা। ইসকনের সঙ্গে যুক্তদের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে পার্কস্ট্রিট থেকে গ্রেফতার হলেন প্রাক্তন বিএনপি (BNP ) নেতা।
পুলিশ সূত্রে খবর, এদেশে এসে নাম ভাঁড়িয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগ, পার্কস্ট্রিট থেকে গ্রেফতার হলেন প্রাক্তন বিএনপি নেতা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে অভিযান চালিয়ে পার্কস্ট্রিটের হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের আসল নাম সেলিম মাতব্বর। তিনি বাংলাদেশের মাদারিপুরের বিএনপি নেতা ছিলেন।
গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে একটি পাসপোর্ট এবং একটি আধার কার্ড পাওয়া যায়। তাতে তাঁর নাম রবি শর্মা হিসেবে লেখা রয়েছে। পুলিশ সূত্রে খবর, জেরায় তিনি দাবি করেছেন, আওয়ামি লীগের সঙ্গে ঝামেলায় ২ বছর আগে এই দেশে চলে আসেন তিনি। তারপরই নাম ভাঁড়িয়ে তৈরি করেন পাসপোর্ট এবং আধার কার্ড। পার্কস্ট্রিটের এই হোটেলে থেকে সেখানেই কাজ করতেন তিনি।
১৮ তারিখ কর্ণাটকের চিত্রদুর্গ থেকে ৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। সেখানেও মিলেছিল বাংলার যোগ। কর্ণাটক পুলিশের দাবি, ধৃতরা বাংলাদেশের বাসিন্দা। এ দেশে থাকতে কয়েকবছর আগে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ঢোকে। এরপর কলকাতায় ঘাঁটি গাড়েন তাঁরা। জাল আধার কার্ড ও অন্যান্য নথি তৈরি করে দেশের নানা শহরে কাজের জন্য ঘুরে বেড়িয়েছে ৬ জন বাংলাদেশি।