Kanchanjunga Train Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় তদন্তের নির্দেশ রেলের, কাল থেকে শুরু তদন্ত | ABP Anada LIVE
ABP Ananda LIVE: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর একদিন পার। চলছে লাইন পরিষ্কারের কাজ। তদন্তের নির্দেশ রেলের। কাল থেকে এনজেপি স্টেশনে উত্তর-পূর্ব রেলের সুরক্ষা কমিশনারের তত্ত্বাবধানে তদন্ত। কাল থেকে শুরু দুর্ঘটনার তদন্ত
কীভাবে এক লাইনে জোড়া ট্রেন? ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা। সিগন্যাল মানেননি মৃত মালগাড়ির চালক, দাবি রেলবোর্ডের চেয়ারম্যানের। মৃত মালগাড়ির চালকের ঘাড়ে দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা রেলের। মালগাড়িতে ছিল না 'কবচ', স্বীকারোক্তি রেল বোর্ডের চেয়ারম্যানের।
বন্দেভারত, নমোভারত এবং সর্বোপরি বুলেট ট্রেন নিয়ে মাতামাতি হলেও, সাধারণ রেল পরিষেবায় অনেক গলদ রয়ে যাচ্ছে বলে আগাগোড়া সতর্কবার্তা উঠে এসেছে। পৃথক রেল বাজেট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও কম সমালোচনা হয়নি। সাম্প্রতিক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আবারও সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ২০১৪ সাল থেকে, গত ১০ বছরে একের পর এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে ভারত। (Train Accidents in Recent Times)