![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Train Accident: 'সাদা কাগজে সই করিয়ে অজান্তেই অভিযোগ দায়ের', বিস্ফোরক দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রী
ABP Ananda LIVE: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রেল পুলিশের FIR নিয়ে চাঞ্চল্যকর দাবি। 'সাদা কাগজে সই করিয়ে অজান্তেই অভিযোগ দায়ের, সেই অভিযোগের ভিত্তিতেই মালগাড়ির চালকদের বিরুদ্ধে মামলা রুজু'। জিআরপি-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চৈতালি মজুমদার। 'লিখিত অভিযোগের ভিত্তিতেই FIR করা হয়েছে'। ওই মহিলাই অভিযোগ করেছিলেন। SIT গঠন করে তদন্ত শুরু হয়েছে, দাবি রেল পুলিশ সূত্রের।
রেলবোর্ডের (railboard)কথায় 'মৃত', মালগাড়ির সহকারি চালক এখনও জীবিত। শিলিগুড়ির(siliguri) বেসরকারি হাসপাতালে ভর্তি মালগাড়ির সহকারি চালক। হাসপাতালে ভর্তি মনু কুমার, তাহলে কীভাবে মৃত বলল রেলবোর্ড? কথা বলার মতো অবস্থায় এলে বয়ান নেওয়া হবে, দাবি রেল সূত্রে। ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস(Kanchenjunga Express Train Accident) । কীভাবে হল এই দুর্ঘটনা? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির চালক দুজনকেই কি একই লাইনে এগোনোর জন্য় ছাড়পত্র দেওয়া হয়েছিল? দেওয়া হয়ে থাকলে কেন হয়েছিল? দুর্ঘটনার দায় কি ট্রেন চালক না মালগাড়ির চালকের? রাজধানী এক্সপ্রেস প্রাক্তন চালকভিবি সিংহ বলেছেন,বেশিরভাগ সময় ওটা লোকোপাইলটের উপর ফেলে দেওয়া হবে, সব যত নিজের ত্রুটিগুলো আছে চেপে দেওয়া হবে। ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার কাছে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। ধাক্কার অভিঘাতে মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ভ্যান।
![Kolkata Fire Incident : কয়েক ঘণ্টার আগুনে ছারখার সংসার। নিউ আলিপুরের অগ্নিকাণ্ড নিয়ে শুরু রাজনৈতিক দলাদলি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/23/368b58be2fa96889d6cd6be64bb370b41734921457687535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। মর্মান্তিক মৃত্যু ২ বাইক আরোহীর। ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/23/a16bc9d728b9cd3774a02a9a8d4e7b311734921170117968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Tiger Update : 'বাঘবন্দিতে' নাস্তানাবুদ দফতর, নামল আধা-সেনা। পুরুলিয়া পেরিয়ে জঙ্গলমহলে ঘুরছে বাঘিনী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/23/b95e2015b6aee916cd0cb4e581fb35bc1734921058430535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kollata News: ৮ দিন পার, এখনও অধরা তোলাবাজিতে অভিযুক্ত বিধাননগরের তৃণমূল কাউন্সিলর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/23/aefd280c3cee079d792afb6bec9f61ed1734920786746968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Awas Scam:আবাস যোজনায় দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ,কাটমানি নিয়ে উপভোক্তাদের সতর্ক করলেন TMC বিধায়ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/23/78e35e642f1533e3d2e3120cf6f84c061734920617776535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)