Kanchenjunga Train Accident: 'যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে', দুর্ঘটনার পরেই আশ্বাস মুখ্যমন্ত্রীর। ABP Ananda Live
'দার্জিলিং জেলায় এমন ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে স্তম্ভিত। শুনেছি একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মেরেছে। ডিএম, এসপি, চিকিৎসকদের দল, অ্যাম্বুল্যান্স দুর্ঘনাস্থলে পৌঁছেছে।' যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির (Kanchanjungha Train Accident) ধাক্কা। পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। একটি কামরা আরেকটি কামরার ওপর উঠে গিয়েছে। আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল পৌনে ৯টা নাগাদ দার্জিলিঙের রাঙাপানি স্টেশন পেরোতেই নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায় ট্রেনের পিছনে মালগাড়ি ধাক্কা মারে। যাত্রী বোঝাই ট্রেনের দুটি কামরা পুরোপুরি উল্টে যায়। সিগন্যাল-বিভ্রাটে দুর্ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল-যোগাযোগ ব্যাহত।