Firhad Hakim: 'মন্ত্রীত্ব থেকে সরিয়ে ফিরহাদকে দল থেকে বরখাস্ত করবে কি TMC?' প্রশ্ন কৌস্তভ বাগচীর
ABP Ananda Live: ইতিমধ্যেই দলের অবস্থান পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই মন্তব্যকে দল অনুমোদন করে না। পাল্টা পোস্ট বিজেপি নেতা কৌস্তভ বাগচীর। যেখানে তিনি বলছেন কথার চেয়ে কাজ অনেক বেশি জোরাল। বরখাস্ত কবে করা হবে? মন্ত্রীত্ব থেকে সরিয়ে ফিরহাদকে দল থেকে বরখাস্ত করবে কি তৃণমূল কংগ্রেস? পাল্টা প্রশ্ন কৌস্তভ বাগচীর।
সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে দলেই চাপে ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্য দল সমর্থন করে না বলে কড়া বার্তা দেওয়া হল তৃণমূলের তরফে। আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। রাজ্যের এক সিনিয়র মন্ত্রী ও কলকাতার মেয়রের মন্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বাঁধে। সেই মন্তব্য দল অনুমোদন করে না বলে জানিয়ে দেওয়া হল। এটাও স্পষ্ট করা হয়েছে, তৃণমূলের অবস্থান বা আদর্শ এই বক্তব্যে প্রকাশিত হয় না। পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলে দেয়, এমন কোনও মন্তব্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানানো হয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল।


















