Alipore Zoo: পরপর দু’দিনে দুই বাঘিনীর মৃত্যু, ৩ জন পশু চিকিৎসককে নিয়ে হবে ময়নাতদন্ত
ABP Ananda live: আলিপুর চিড়িয়াখানার পরপর দু’দিনে দুই বাঘিনীর মৃত্যু। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, গঠন করা হল তদন্ত কমিটি। আজই আলিপুর পশু হাসপাতালে দুই বাঘিনীর ময়নাতদন্ত হবে। ৩ জন পশু চিকিৎসককে নিয়ে হবে ময়নাতদন্ত। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। মৃত ২ বাঘিনীর মধ্যে একজনের নাম রূপা, অন্যজনের নাম পায়েল। রূপার বয়স হয়েছিল ২১, পায়েলের বয়স হয়েছিল ১৭। অরণ্য ভবন ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, দুই বাঘিনীই বার্ধক্যজনিত রোগে ভুগছিল।
আরও পড়ুন...
হলদিয়ার টাটা স্টিল কারখানায় হুগলি মেট কোক ডিভিশনে স্থায়ী কর্মীদের নির্বাচনে জয় গেরুয়া শিবিরের
হলদিয়ার টাটা স্টিল কারখানায় হুগলি মেট কোক ডিভিশনে স্থায়ী কর্মীদের নির্বাচনে জয় গেরুয়া শিবিরের। আইএনটিটিইউসির হাতছাড়া হল এই কারখানার ইউনিয়ন। বুধবার সকাল ৭ টা থেকে শুরু হয় ভোট। শেষ হয় বিকেল ৪ টেয়। মোট তিনটি প্রতীকে ভোট হয়। ফলাফল ঘোষণা হলে দেখা যায় ১৯৯ জনের মধ্যে ১৯৭ জন স্থায়ী কর্মী ভোট দেন। গেরুয়া শিবির ১২৮ টি ভোট পেয়ে জয় লাভ করে। আইএনটিটিইউসি পায় ৬২টি ভোট ও সিটু পায় ৭টি ভোট।



















