89 Elliot Road: জীবনে ফেরাও ওদের, ফেরাও জীবন ; অসহায় মহিলাদের কাঁধে অভয় হাত ৮৯, ইলিয়ট রোডের
ABP Ananda LIVE: "কার বোঝা হব, বোঝাটা কেউ নিতে চায় না।" মহিলাদের জীবনে এরকম পরিস্থিতি যখন তৈরি হয়, দরকার হয় একটা হাতের। পাশে থাকার, কাঁধে রাখার। অবলম্বন যদি নাই বা থাকে, কীভাবে বাঁচবেন অসহায় মহিলারা ? আজও কতশত অসহায় হারিয়ে যান সমাজের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্ধকারের বাঁকে। সেসব বাঁকের আগে আলো যেখানে মিলিয়ে যেতে শুরু করে, দাঁড়িয়ে থাকে একটা আলোর ঠিকানা। কলকাতা। ৮৯, ইলিয়ট রোড। সেই কবে থেকে শুরু। স্বাধীনতা পূর্ব। কয়েকজনকে নিয়ে পথচলা শুরু করে আজ মহীরূহ। কোথাও কেউ নেই, পাশে কেউ নেই - মহিলাদের এমন ভাবনার বিপরীত দিশা দেখানোর একটা আশ্রয়। এবিপি লাইভ গোটা একটা দিন কাটাল তাঁদের সঙ্গে। দেখল, শুনল, কথা বলল। আর ফিরে এল একরাশ ভাল লাগার অনুভূতি নিয়ে। কেউ তো আছে , কোথাও হারিয়ে যাওয়ার আগে ওঁরা তো আছেন। বাঁচার স্ফুলিঙ্গ একত্রিত করার প্রয়াস শেয়ার করা হল আপনাদের সঙ্গেও। ওঁরা সব্বাই মিলে যেন একটা বার্তা দিল - পাশের কারো একখানা হাত ধরো, পাশের কাউকে তোমার সঙ্গী করো।