Arms Recovery: কার্তুজকাণ্ডে স্ক্যানারে বিবাদী বাগের বন্দুকের দোকান
ABP Ananda Live: কার্তুজকাণ্ডে স্ক্যানারে বিবাদী বাগের বনদুকের দোকান। শুধু গুলি নয়, দুষকৃতীদের কাছে পৌঁছে যেত অস্ত্রও। লালবাজারের কাছে শতাব্দী প্রাচীন দোকানে ফের বেঙ্গল STF। হাওড়ায় ফের শ্যুটআউট। লিলুয়ায় গুলিবিদ্ধ প্রোমোটার। ভর্তি হাসপাতালে। ব্যবসায়ীক শত্রুতা না পুরনো আক্রোশ, খতিয়ে দেখছে পুলিশ। চণ্ডীতলায় গুলিবিদ্ধ IC, ঘটনায় এখনও রহস্য। কে এনেছিল দেশি পিস্তল? কীভাবে পুলিশের কাছে বেআইনি অস্ত্র? মুখে কুলুপ প্রাক্তন IC-র। নামী ওষুধ প্রস্তুতকারী কোম্পানির ওষুধের QR কোড জাল করে প্রতারণা। কোথায় তৈরি নকল ওষুধ? বাংলা না বিহারে? পাটনা থেকে ওষুধ আনার দাবি ধৃতের। তদন্তে ভুয়ো ঠিকানার হদিশ।
ট্যাংরাকাণ্ডে এখনও পরতে পরতে রহস্য, বাড়ির ভিতরে CC ক্যামেরার প্লাগ কে খুলেছিলেন ?
ট্যাংরাকাণ্ডে এখনও পরতে পরতে রহস্য । বাড়ির ভিতরে CC ক্যামেরার প্লাগ কে খুলেছিলেন ? কেন খোলা হয়েছিল ? ট্যাংরাকাণ্ডে এখনও একাধিক মিসিং লিঙ্ক। ময়নাতদন্তে পাওয়া তথ্যের সঙ্গে ২ আহতের বয়ানে বেশ কিছু অসঙ্গতি, খবর সূত্রের ।
ডিসচার্জ সার্টিফিকেট পেলেও এখনও হাসপাতালে প্রণয় দে ও তাঁর নাবালক ছেলে । 'এখনও ডিসচার্জের জন্য পরিবারের কেউ যোগাযোগ করেনি। পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও এখনও কেউ তাঁদের নিতে আসেননি', হাসপাতাল সূত্রে খবর। প্রণয় রায়ের বিল হয়েছে প্রায় ১ লক্ষ ৮১ হাজার টাকা। প্রণয় রায়ের ছেলের বিল হয়েছে ৩ লক্ষ ৩২ হাজার টাকা। সম্পূর্ণ সুস্থ নন বলে প্রণয়কে NRS হাসপাতালে স্থানান্তরের কথা।





ট্রেন্ডিং
সেরা শিরোনাম
