BJP News : মাঝরাতে বাইকে চড়ে এসে বোমাবাজি। BJP নেত্রীর বাড়ির দোরগোড়ায় বোমা ছুঁড়ে উধাও দুই দুষ্কৃতী !
ABP Ananda LIVE : বেহালায় বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। গতকাল রাত পৌনে ১২টা নাগাদ বাড়ির পাঁচিলে বোমা ছোড়ে দুষ্কৃতীরা, দাবি বৈশালীর। বাইকে চেপে এসে বোমা ছোড়ার অভিযোগ। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের।
বাংলাদেশ থেকে এবার ইসকনকে উপড়ে ফেলার হুমকি! ইসকনকে ক্যান্সারের সঙ্গে তুলনা মৌলবাদীর। 'প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু নিধনের নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা। প্রাইভেট জেটে সারাদেশে ঘুরে ইসকন ও তার ভক্তদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক। বাংলাদেশ সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে', সোশাল মিডিয়ায় পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের ; ইসকন সমাজের ক্যানসার। তাদেরকে চিরতরে মুছে দিতে হবে। ইসলামিক কট্টরপন্থী ধর্মীয় প্রবক্তার এরকমই এক হুঁশিয়ারির ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন রাধারমণ দাস। একের পর এক মৌলবাদীদের হুঁশিয়ারিতে চিন্তা বাড়ছে ইসকনেরও।