BJP News : বিজেপির অন্দরে ক্ষোভের পাহাড়, মুরলীধর সেন লেনে সত্যাগ্রহে দলেরই একাংশ
ABP Ananda live : বিজেপির অন্দরে ক্ষোভের পাহাড়। গেরুয়া শিবিরে প্রকাশ্যে কোন্দল। সায়েন্স সিটিতে যখন বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক, তখন মুরলীধর সেন লেনে 'সত্যাগ্রহ' কর্মসূচি দলেরই একাংশের। অপরদিকে লোকসভা ভোট, বিধানসভা উপনির্বাচনে ভরাডুবির পর আজ বিজেপির বৈঠক ছিল। দলের অন্দরে ক্ষোভের আবহেই ছিল বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক। সায়েন্স সিটি অডিটোরিয়ামে ছিল বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক। পরপর ভোটে হারের ধাক্কার পর বিজেপির মেগা বৈঠক ছিল আজ। বৈঠকে উপস্থিত ছিলেন সুকান্ত, শুভেন্দু, দিলীপ ঘোষ, সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে প্রমুখ। মোদির 'সব কা সাথ, সব কা বিকাশ' স্লোগান বদলের ডাক শুভেন্দুর? সংগঠন থেকে সংখ্যা লঘু মোর্চা বাদ দেওয়ার পক্ষে সওয়াল, 'সব কা সাথ, সব কা বিকাশ' আর বলব না। আমাদের সঙ্গে যে থাকবে, আমরা তাদের সঙ্গে থাকব।'সব কা সাথ, সব কা বিকাশ' বন্ধ করুন। সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই', বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই মন্তব্য শুভেন্দু অধিকারীর।