Kolkata News: শিয়ালদা ESI হাসপাতালে ভয়াবহ আগুন,কয়েকজন রোগীকে সরানো হয়েছে মানিকতলা ESI হাসপাতালে
ABP Ananda live: শুক্রবার কাকভোরে শিয়ালদা ESI হাসপাতালে ভয়াবহ আগুন। ভোর ৫ টা নাগাদ নজরে আসে বিষয়টি। তারপর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। তারপর আসে দমকল। সকাল সাড়ে ৭ টার মধ্যে সেখানে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। ভোর ৫টা নাগাদ হাসপাতালে আগুন লাগে, তবে আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক ক্যানসার আক্রান্তের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। যদিও সেই দাবি মানতে চাননি হাসপাতালে সুপার। ওই ব্যক্তি গুরুতর অসুস্থ ছিলেন বলে দাবি তাঁর। আগুন লাগার কারণে নয়, শ্বাসকষ্ট জনিত সমস্যায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের সুপার অদিতি দাস। হাসপাতালের দোতলায় মেল সার্জারি ওয়ার্ডে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। ভোর ৫ টা ৫ নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। প্রায় ৮০ জন রোগীকে নীচে নামিয়ে আনা হয়। কয়েকজন রোগীকে সরানো হয়েছে মানিকতলা ESI হাসপাতালে। দমকলের ১০ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার খবর পেয়ে হাসপাতালে যান দমকলমন্ত্রী সুজিত বসু। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। অগ্নিকাণ্ডের জেরে হাসপাতালের আউটডোর বন্ধ রাখা হয়েছে।