![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kolkata Fire News: কলকাতায় ফের আগুন। প্রিন্স আনোয়ার শাহ রোডে গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে অগ্নিকাণ্ড
ABP Ananda Liive: প্রিন্স আনোয়ার শাহ রোডে গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন লাগল। ওই বাড়িরই ২২-২৪ বছরের ছেলে অগ্নিদগ্ধ হন। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় MR বাঙুর হাসপাতালে। আশেপাশের আরও ৩-৪টি ঘর ক্ষতিগ্রস্ত। ঘটনাস্থল থেকে দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে। দমকলের ৫টি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘিঞ্জি গলির মধ্যে ১৪৮ নম্বর প্রিন্স আনোয়ার শাহর রোডে এই দোতলা বাড়ি। স্থানীয়দের দাবি, এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়ির একতলায় রান্না করছিলেন এক মহিলা। সেই সময় গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায়। মহিলা বেরিয়ে আসতে পারলেও, দোতলায় থাকা তাঁর ছেলে বেরোতে না পেরে অগ্নিদগ্ধ অবস্থাতেই ওপর থেকে ঝাঁপ দেন।
স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থল তাদের এলাকায় পড়ে না বলে টালবাহানা করে গলফ গ্রিন ও চারু মার্কেট থানার পুলিশ। লেক থানায় জানাতে বলে। ফলে একঘণ্টা দেরিতে আসে দমকল। ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হবে।
![Bangladesh: রিজভি বাংলাদেশের চিকিৎসার ভুয়সী প্রশংসা করলেও, ওপারের নাগরিকদের ভরসা কলকাতারই হাসপাতাল | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/12/c80946242b150e0ac85c9d19735796621733976547830894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Suvendu Adhikari: প্রায় ৩০ জন বিজেপি নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা, নন্দীগ্রাম থানায় ডেপুটেশন শুভেন্দুর | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/12/a8b873ea197bcd5f259c5dc450d671641733974813724894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Upper Primary TET: অবিলম্বে নিয়োগের দাবিতে ফের পথে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/12/be5315a047d293666b59e751e28120f11733971454485894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Ghatal News:ঘাটাল মাস্টার প্ল্যান কমিটিতে ব্রাত্য ঘাটালের BJP বিধায়ক,আছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/12/3fa4991c01339ba2c9546c48e3b816ef1733970832430894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bangladesh News: এদেশে আসার পর বাংলাদেশে শুরু হয়েছে অশান্তি, ঘুম উড়েছে ওপাড়ে থাকা আত্মীয়স্বজনের জন্য | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/12/515c2b7de259f685048a0fccf64383011733969900687894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)