Kolkata News: লরেটো ডে স্কুল বউবাজারে চালু করা হল AI রোবোটিক্স ল্যাব
ABP Ananda LIVE: সময় যত এগোচ্ছে, তত উন্নত হচ্ছে প্রযুক্তি। তাই শুধু বিজ্ঞানের থিয়োরি নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, মেশিন লার্নিংয়ের মতো বিষয় হাতে কলমে শেখাও জরুরি। সেই উদ্দেশ্যেই এবার লরেটো ডে স্কুল বউবাজারে চালু করা হল AI রোবোটিক্স ল্যাব।
'নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি হয়েছে', অভয়ার বাবার FIR দায়ের প্রসঙ্গে জানাল পুলিশ
'আপনার অভিযোগ নথিভুক্ত হয়েছে। নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি হয়েছে', জানাল কলকাতা পুলিশ। নবান্ন অভিযানে আহত অভয়ার মা, সিপি-কে ইমেল অভয়ার বাবার। FIR দায়ের নিয়ে হেনস্থার শিকার, অভিযোগ অভয়ার বাবার। 'প্রথমে শেক্সপিয়র সরণি থানায় ইমেল করতে বলা হয়। শেক্সপিয়র সরণি থানা থেকে আবার পার্ক স্ট্রিট থানায় যোগাযোগ করতে বলা হয়। তারপর আবার নিউ মার্কেট থানায় অভিযোগ করতে বলা হয়'। FIR দায়ের নিয়ে হেনস্থার শিকার, অভিযোগ অভয়ার বাবার।



















