Kolkata News: রাতের কলকাতায় জয় রাইডে বেরিয়ে দুর্ঘটনা
ABP Ananda LIVE: রাতের কলকাতায় জয় রাইডে বেরিয়ে দুর্ঘটনা । নিমতলা ঘাটের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত ২ জন । গতকাল গভীর রাতে মত্ত অবস্থায় ৩ জন জয় রাইডে বেরিয়েছিলেন, অভিযোগ স্থানীয়দের । নিমতলা ঘাটের কাছে দুর্ঘটনা, গাড়ির আরোহী ও পথচারী মিলিয়ে জখম ৫ । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন...
ফের স্কুলের প্রধান শিক্ষককে মারধর, সপ্তম শ্রেণির ছাত্রী খুনের ঘটনায় উত্তাল রামপুরহাট
ফের স্কুলের প্রধান শিক্ষককে মারধর। সপ্তম শ্রেণির ছাত্রী খুনের ঘটনায় উত্তাল রামপুরহাট। স্কুলে ঢোকার সময় প্রধান শিক্ষককে মারধর গ্রামবাসীদের। পুলিশের সামনেই চলে লাথি-কিল-চড়-ঘুষি। মারধরের জেরে প্রধান শিক্ষকের শার্ট ও ব্যাগ ছিঁড়ে যায় বলে অভিযোগ। পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ধাওয়া করেন গ্রামবাসীরা। বাকি শিক্ষকদের স্কুলেই তালাবন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ। ২০ দিন ধরে নিখোঁজ থাকা ছাত্রীর বস্তাবন্দি দেহাংশ উদ্ধার হয়। তার পরই স্কুলে শিক্ষককে মারধর গ্রামবাসীদের।



















