Tangra Incident : ট্যাংরার ঘটনায় এবার নয়া মামলা রুজু। ABP Ananda LIVE
ABP Ananda LIVE : ট্যাংরার বাড়ি থেকে, তিন মহিলার দেহ উদ্ধারের পর, সবথেকে বড় হয়ে উঠেছে এই প্রশ্নটাই। তবে এরই মধ্যে ট্যাংরায় এক পরিবারের তিনজনের রহস্যমৃত্যুর ঘটনায় এবার খুনের মামলা রুজু করল পুলিশ। মৃত গৃহবধূ সুদেষ্ণা দে-র বাবার দাবি, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তার ভিত্তিতেই অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।
মৃতদেহগুলি দোতলায় থাকলে, ম্যাজেনাইন ফ্লোরে রক্তের দাগ কেন? বাড়ির সবার আত্মহত্যার পরিকল্পনা থাকলে আলাদা আলাদাভাবে কেন? মঙ্গলবার দিনভর পাওনাদাররা ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি কেন? মহিলাদের মৃত্যু কি আরও আগেই? একের পর এক প্রশ্নে রহস্য ক্রমশ বাড়ছে।
তবে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, 'সুইসাইড নোট কিছু আমরা পাইনি। আসলে কারণ কী, কেন মারা গেছে, সেটা পোস্টমর্টেম থেকে বোঝা যাবে। ভিসেরার কেমিক্যাল পরীক্ষাও গুরুত্বপূর্ণ'। এদের পাশের বাড়ির কেয়ারটেকারের দাবি, মঙ্গলবার দিনভর পাওনাদাররা এলেও, কেউ দরজা খোলেননি। তাহলে কি ততক্ষণে বাড়ির মহিলাদের মৃত্যু হয়েছিল? তা লুকোতেই কি বাড়ির পুরুষরা দরজা খোলেননি?



















