Kolkata News: সরানো হল কলকাতা পুলিশের অ্য়াডিশনাল সিপি মুরলীধর শর্মাকে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সরানো হল কলকাতা পুলিশের অ্য়াডিশনাল সিপি মুরলীধর শর্মাকে । মুরলীধর শর্মা কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানও ছিলেন । ব্যারাকপুরের পুলিশ অ্যাকাডেমিতে IGP পদে পাঠানো হল মুরলীধর শর্মাকে । কলকাতা পুলিশের অ্য়াডিশনাল সিপি করা হল প্রণব কুমারকে । সরানো হল হাওড়া গ্রামীণের এসপি স্বাতী ভাঙ্গালিয়াকেও । হাওড়া গ্রামীণের নতুন পুলিশ সুপার সুবিমল পাল
কোটিপতি পানের ব্যবসায়ীর নাম উঠেছে আবাস যোজনার তালিকায়। পূর্ব মেদিনীপুরের তমলুকে তালিকা নিয়ে শুরু শোরগোল। তদন্তে নেমে নাম কেটে দিলেন জেলাশাসক। অভিযুক্ত পরিবারের দাবি, আগে অবস্থা ছিল নুন আনতে পান্তা ফুরনো, এখন ভাল চলছে ব্যবসা। তাই তৈরি হয়েছে পাকাবাড়ি। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
ইডিকে না জানিয়েই জ্যোতিপ্রিয়কে হাসপাতালে ভর্তির অভিযোগ। কী সমস্যা, জানতে চেয়ে অ্যাপোলোকে চিঠি ইডি-র । '১৬ নভেম্বর অ্যাপোলো হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে'। জ্যোতিপ্রিয়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা কোর্টকে জানাল জেল কর্তৃপক্ষ। ভিডিও কনফারেন্সে আদালতে হাজির করানো হয় রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রীকে । জ্যোতিপ্রিয়র আইনজীবী উপস্থিত না থাকায় আজ হল না শুনানি। কাল মামলার পরবর্তী শুনানি। অ্যাপোলোতে ভর্তি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, জানায়নি জেল কর্তৃপক্ষ, দাবি ইডি-র । কী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, জানতে চেয়ে অ্যাপোলো কর্তৃপক্ষকে চিঠি ED-র।