KP On Mamata: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, হাতিবাগানে রাস্তার ওপর দোকানগুলিকে গুটিয়ে ফেলার নির্দেশ পুলিশের
Kolkata Police On Hatibagan : ফুটপাথ দখলের পর রাস্তার পাঁচ ফুট এলাকা জবরদখল করে দোকান। গড়িয়া হাট, হাতিবাগানে হকার ইস্যুতে এদিন পুরসভাকে তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। বললেন ‘তাকিয়ে দেখেছেন কখনও কী অবস্থা ! 'মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পরেই তৎপর কলকাতা পুলিশ। হাতিবাগানে রাস্তার ওপর দোকানগুলিকে গুটিয়ে ফেলার নির্দেশ। লোকসভা ভোটে পুর এলাকায় ধাক্কা, পরিষেবা নিয়ে এদিন বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী । নবান্নের বৈঠকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। পুর-পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যা বলেন, কোথাও জবরদখল হলে, সঙ্গে সঙ্গে কেন পদক্ষেপ নয়? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে এসব করছে। এসবে রাজ্যের ভাবমূর্তি খারাপ হচ্ছে। মানুষ উন্নয়ন না পেলে সেই পুরসভা, পঞ্চায়েত রাখার দরকার কী? লোকসভা ভোটে পুর এলাকায় ধাক্কা, পরিষেবা নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। তাহেরপুর, ঝালদা বাদে রাজ্যের সব পুরসভার মেয়র-চেয়ারপার্সনদের নবান্নে তলব। ডাকা হয়েছে পুর উন্নয়নের সঙ্গে যুক্ত আধিকারিকদেরও। পুর পরিষেবায় কোথায় ঘাটতি, আলোচনা হবে বৈঠকে। ABP Ananda LIVE