(Source: ECI/ABP News/ABP Majha)
Kolkata News: ফের সালিশির নামে রাজারহাটে তৃণমূলের পার্টি অফিসে ডেকে এনে মারধরের অভিযোগ
ABP Ananda LIVE: ফের সালিশির নামে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাজারহাটে তৃণমূলের পার্টি অফিসে ডেকে এনে মারধরের অভিযোগ। কাঠগড়ায় রাজারহাট বিষ্ণুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রক্তিম কর। রাজারহাট থানায় শাসক-নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগকারী বেসরকারি ঋণদানকারী সংস্থায় কাজ করেন। অভিযোগ শনিবার তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় রক্তিম করের বাইক বাহিনী। তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনার ভিডিও করায়, অভিযোগকারীর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। মীমাংসার কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসক-নেতা।
এদিন রাহুল গান্ধী বলেন, আমি শেষবার যে বক্তব্য রেখেছিলাম, সেখানে কিছু ধর্মীয় কনসেপ্ট নিয়ে কথা বলেছিলাম। অহিংসার কথা বলতে গিয়ে ভগবান শিবের কথা তুলেছিলাম। পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়ে বলেন, আমি আরও বলেছিলাম, আমাদের দেশে বহু যুগ থেকে ধরে চলে আসছে নানা ধর্ম। এদিন রাহুল আরও বলেন, '১০ বছরে ৭০ বার প্রশ্নফাঁস হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাষণে প্রশ্নফাঁসের কোনও উল্লেখ নেই। দেশ পদ্মফুলের চক্রব্যূহে আটকে। কৃষকদের সঙ্গে দেখা করতে রাজি নয় সরকার। এবারের বাজেটে মধ্যবিত্তর বুকে-পিঠে ছোরা মেরেছে সরকার। ছোট ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে।' ABP Ananda LIVE