Tangra News: ট্যাংরায় হেলে পড়া বহুতল ভাঙতে গিয়ে তুলকালাম, পুরকর্মীদের বাধা
ABP Ananda Live: ট্যাংরায় হেলে পড়া বহুতল ভাঙতে গিয়ে তুলকালাম, পুরকর্মীদের বাধা। বহুতল তৈরির সময় কেন ব্যবস্থা নেওয়া হয়নি ? ছাদ কাড়লে থাকব কোথায় ? প্রশ্ন বাসিন্দাদের। ট্যাংরায় হেলে পড়া বাড়ি ভাঙতে বাধা, কোর্টের কড়া অবস্থানে বিধাননগরে ভাঙা হল বেআইনি বাড়ি। এবার কাঁকুড়গাছিতে বিপজ্জনকভাবে হেলে বহুতল।
মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলবজি বা ম্য়াকাউটের হরিণঘাটা ক্য়াম্পাসের এই ছবি সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। ছবিতে যাঁকে পাত্রীর বেশে দেখা যাচ্ছে, তিনি অ্য়াপ্লায়েড সাইকোলজির বিভাগীয় প্রধান পায়েল বন্দ্য়োপাধ্য়ায়। আর পাত্রের সাজে তাঁরই বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র। তাহলে কি ক্লাসরুমে ছাত্রকে বিয়ে করলেন শিক্ষিকা? এই প্রশ্নে বিতর্কের ঝড় উঠেছে। কার ইঙ্গিতে এই ঘটনা ? আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।



















