Krishnanagar News: TMC পরিচালিত কৃষ্ণনগর পুরসভায় ডামাডোল, দেখুন ভিডিয়ো
ABP Ananda LIVE : TMC পরিচালিত কৃষ্ণনগর পুরসভায় ডামাডোল। চেয়ারপার্সেন-এর অপসারণ চেয়ে সভায় হাজির তৃণমূলের ১৩ জন কাউন্সিলর।
বাইপাসের ধারে প্লাস্টিকের গোডাউনে আগুন। মেট্রোপলিটনের কাছে বাইপাসের ধারে গুদামে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। গোডাউনের আগুনে ভস্মীভূত একাধিক ঝুপড়ি। গোডাউনে দাহ্য পদার্থ থাকায় বিধ্বংসী আগুন। প্রথমে আগুন নেভানোর চেষ্টা স্থানীয়দের। আগুন লাগার অনেক পরে দমকল আসে, অভিযোগ স্থানীয়দের। মিটার ঘর থেকে আগুন, দাবি স্থানীয়দের। আপাতত দমকলের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। শোনা যাচ্ছে, শর্ট সার্কিট হওয়ার ফলে আগুন লেগে গিয়েছে এই প্লাস্টিকের গুদামে। প্রচুর মানুষ ঘরবাড়ি হারিয়েছেন আগুনের গ্রাসে। দাউদাউ করে জ্বলতে থাকা প্লাস্টিকের গুদাম। প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের জন্য স্থানীয় বাসিন্দারাই জল দিতে শুরু করেন। জে ডব্লু ম্যারিয়টের পিছনের দিকে থাকা এই প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় পরপর বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।


















