Kunal Ghosh: 'দলের কেউ যুক্ত থাকলে, নেতৃত্ব যথাযথ বার্তা দিয়ে দেবেন..', কী বললেন কুণাল ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লোকসভা ভোটে কলকাতা উত্তরে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনগুলিতে অটো-বাইক নিয়ে মিছিল তৃণমূল কংগ্রেসের । ডিজে বাজিয়ে মিছিল তৃণমূল কংগ্রেসের, খেলা হবে স্লোগান । পরপর তিনটি বহুতলে কয়েকশো বাইক ও অটো নিয়ে মিছিল সান সিটি, মার্লিন, নর্দার্ন হাইট বহুতলে বৃহস্পতিবার বিকেলে মিছিল । এ নিয়ে কুণাল বলেন 'দলের কেউ যুক্ত থাকলে, নেতৃত্ব যথাযথ বার্তা দিয়ে দেবেন'
লোকসভায় তৃণমূলের দলনেতা ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়ই। লোকসভা নির্বাচনে আবারও উত্তর কলকাতা থেকে জয়ী হয়েছেন সুদীপ। তাঁকেই পুরনো দায়িত্বে বহাল রাখলেন দলনেত্রী মমতা। তৃণমূলের দলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন নিযুক্ত হলেন মমতা-ই। শনিবার কালীঘাটে তৃণমূলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। (Mamata Banerjee) এদিন ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন মমতা। বহরমপুরে অধীররঞ্জন চৌধুরীকে হারানো ইউসুফ পাঠানকে 'জায়ান্ট কিলার' বলে উল্লেখ করেন তিনি।