Suvendu Adhikari: BJP সমর্থক 'খুনে' অগ্নিগর্ভ নন্দীগ্রাম, আহতদের দেখতে হাসপাতালে শুভেন্দু | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মলুক (Tamluk) লোকসভা কেন্দ্রে ভোটের ৩ দিন আগে নন্দীগ্রামে (Nandigram) খুন হলেন বিজেপির এক মহিলা সমর্থক। নিহত মহিলার নাম রথীবালা আড়ি। নিহত মহিলা বিজেপি সমর্থকের ছেলে-সহ ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম। আশঙ্কাজনক অবস্থায় নিহত বিজেপি সমর্থকের ছেলেকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিজেপির দাবি, বুথ পাহারার সময় গভীর রাতে তাঁদের কর্মী-সমর্থকদের উপর হামলা হয়। বিজেপির আরও অভিযোগ তাঁদের ওপর চড়াও হয় তৃণমূলের বাইক বাহিনী। কুপিয়ে, মাথায় রডের বাড়ি মেরে মহিলা বিজেপি সমর্থককে খুন করা হয় বলে অভিযোগ। নন্দীগ্রাম থানার আইসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব। BJP সমর্থক 'খুনে' অগ্নিগর্ভ নন্দীগ্রাম। আহতদের দেখতে হাসপাতালে গেলেন শুভেন্দু অধিকারী (BJP Leader Suvendu Adhikari)। আক্রান্তদের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা। এরপর বিজেপি নেতার মা রথীবালা আড়িকে 'পিটিয়ে ও কুপিয়ে খুনের' অভিযোগে নন্দীগ্রাম থানায় পৌঁছন তিনি। ন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে ধমক শুভেন্দুর। 'IC-কে মজা দেখাচ্ছি', হুঁশিয়ারি বিরোধী দলনেতার।খুনির সঙ্গে আইসি বৈঠক করেছেন বলে অভিযোগ।