Birbhum: এলাকা দখল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের লাভপুর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এলাকা দখল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের লাভপুর। ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। চার জনকে বর্ধমান মেডিক্য়াল কলেজ ও বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্য়ে ২ জনের আঘাত গুরুতর। একে অপরের বিরুদ্ধে বাঁশ-লাঠি নিয়ে হামলার অভিযোগ তুলেছে দু'পক্ষই। স্থানীয় সূত্রে খবর, লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকেই কুন্নাহার গ্রাম পঞ্চায়েতের প্রধান আঙুর শেখ ও তৃণমূল নেতা বসির শেখের মধ্য়ে গন্ডগোল চলছে। শুক্রবার তা চরমে ওঠে। বসির শেখের অভিযোগ, প্রধানের অনুগামীরা তাদের মারধর করেছে। যদিও পারিবারিক বিবাদের ফলে সংঘর্ষ বলে পাল্টা দাবি আঙুর শেখের।
সাত সকালে শহরে ফের ভয়াবহ আগুন। দাউ দাউ আগুনের গ্রাসে কলকাতার এক পুরনো বাড়ি। প্রাচীন এই বাড়িটির অবস্থা অতি বিপজ্জনক।
৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি বাড়িতে আগুন লাগে ভোর রাতে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। দমকল বাহিনীকে রীতিমতো বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। সরানো হয়েছে ওই বাড়ির বাসিন্দাদের। বাসিন্দাদের দাবি, হয় সিলিন্ডার ফেটে বা এসি থেকে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে। শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে ওই বাড়িতে।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
