Madan Mitra: ফের কামারহাটির সভায় হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক মদন মিত্রের
ফের হুঁশিয়ারি মদন মিত্রের। 'মানুষের কাজে বাধা ও বেআইনি নির্মাণে যাঁরা মদত দেবেন, তাঁরা সাবধান। সবাই পর্যবেক্ষণে আছেন, পদ আজ আছে, কাল কাঁচি দিয়ে কাটতে ২ মিনিট লাগবে না', হুঁশিয়ারি কামারহাটির বিধায়কের। এলাকায় গুলি বরদাস্ত করা হবে না, কামারহাটির সভায় হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক মদন মিত্রের।
তাঁর আরও হুঁশিয়ারি, 'কার সঙ্গে কত বড় নেতা আছে, কে কতটা প্রভাবশালী, তা জানতে চাই না। প্রকৃত, ভাল তৃণমূল কর্মীদের চেপে দেওয়ার চেষ্টা হলে, এমন ব্যবস্থা করব, পায়ে পড়া ছাড়া উপায় থাকবে না। এটা ওয়ার্নিং। প্রত্যেকে সার্ভিল্যান্সে রয়েছে।' উত্তর ২৪ পরগনার কামারহাটিতে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় দলীয় নেতা, কর্মীদের এভাবেই হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। দলে যে গোষ্ঠীকোন্দল রয়েছে, তা কামারহাটির তৃণমূল বিধায়কের কথাতেই স্পষ্ট।
দলীয় নেতা-কর্মীদের সতর্ক করতে শোনা গিয়েছে, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়কেও। দল টিকিট দিয়েছেন, মানুষ জিতিয়েছে। জয়ী প্রার্থীদের পা যেন মাটিতে থাকে, হুঁশিয়ারি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। তাঁর কথায়, 'পার্টি আমাকে টিকিট দিয়েছে, মানুষ আমাকে জিতিয়েছে। অনেক জয়ী প্রার্থী উপস্থিত আছেন। এখানে যাঁরা আছেন, তাঁদের পা-টা যেন মাটিতে থাকে। যারা আমাদের আশীর্বাদ করল, সে কম লেখাপড়া করতে পারে, লেখাপড়া নাও জানতে পারে। সে অত্যন্ত গরিব হতে পারে। শিক্ষায় আমার থেকে কম হতে পারে। কিন্তু ওই অশিক্ষিত, ওই দরিদ্র মানুষটার আশীর্বাদেই আপনাদের আশীর্বাদ করেছে, কেউ প্রধান হবেন, কেউ উপপ্রধান হবেন। এইটা কখনও যেন মাথা থেকে বেরিয়ে না যায়।'