Maheshtala News: জলমগ্ন এলাকায় লাগাতার লোডশেডিং, কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ মহেশতলায় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: জলমগ্ন এলাকায় লাগাতার লোডশেডিং । প্রতিবাদে কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ স্থানীদের । দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় উত্তেজনা
আরও খবর...
আর জি কর-কাণ্ডের আবহে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। ধর্ষণের মতো অপরাধে কঠোরতম ও দৃষ্টান্তমূলক শাস্তির আইন চেয়ে চিঠি। এই নিয়ে মোদিকে দ্বিতীয় চিঠি মমতার । মঙ্গলবার এই নিয়ে বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার
ফের CBI-জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ। আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে আজও CGO কমপ্লেক্সের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিন সকাল পৌনে এগারোটায় CGO কমপ্লেক্সে পৌঁছে যান সন্দীপ ঘোষ। CGO কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে CBI-জিজ্ঞাসাবাদের আজ ১৪তম দিন। ইতিমধ্যেই ১৪৫ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। করানো হয়েছে পলিগ্রাফ টেস্ট।
দফায় দফায় বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে ঘাটালবাসীর। ইতিমধ্যেই জলমগ্ন ঘাটাল পুরসভার ৬টি ওয়ার্ড। ১, ২, ৫, ৭, ৯ এবং ১০ নম্বর ওয়ার্ডে ঢুকেছে শিলাবতী ও ঝুমি নদীর জল। প্লাবিত রাস্তাঘাট, একাধিক স্কুল ও খেলার মাঠ। জলমগ্ন সৎসঙ্গ প্রাথমিক বিদ্যালয়, শুকচন্দ্রপুর জুনিয়র হাই স্কুল, শুকচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়।