West Bengal By Election 2024 : নৈহাটিতে চলছে ভোট, ভাটপাড়ায় চলল গুলি, বিক্ষিপ্ত অশান্তির খবর জেলায় জেলায়
কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া এই পাঁচটি জেলার ৬টি কেন্দ্রে উপ নির্বাচন আজ ।
LIVE
Background
আজ ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া এই পাঁচটি জেলার ৬টি কেন্দ্রে উপ নির্বাচন হবে। এরমধ্য়ে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারের মাদারিহাটেও ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীই মোতায়েন রয়েছে।
উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রে ১৩ কোম্পানি এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্র ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তালডাংরা বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ ২২ কোম্পানি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এই ছয় আসনের বিধায়কেরা গত লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন। তবে তাঁদের মধ্যে বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে। হাড়োয়া আসনের বিধায়ক পদ ছেড়ে তিনি সাংসদ হন। হাড়োয়াতে উপনির্বাচন হলেও বসিরহাট লোকসভা আসনে এই দফায় ভোটগ্রহণ হচ্ছে না।
যে ৬টি বিধানসভা আসনে ভোট হচ্ছে তার মধ্য়ে গতবার ৫টিতে জিতেছিল তৃণমূল। মাদারিহাট ছিল বিজেপির দখলে। বাংলা ছাড়াও আজ একাধিক রাজ্য়ে উপ নির্বাচন রয়েছে। ১০টি রাজ্য়ের ৩১টি বিধানসভা আসনে উপ নির্বাচন হচ্ছে। সবচেয়ে বেশি রাজস্থানে ৭টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে তারপরই রয়েছে বাংলা।
অসমের ৫টি, বিহারের ৪টি, কর্ণাটকের ৩টি, মধ্য়প্রদেশের ২টি এবং ছত্তীসগঢ়, গুজরাত, কেরল এবং মেঘালয়ের একটি করে বিধানসভা আসনে ভোট হচ্ছে। কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রেও ভোট হচ্ছে। রাহুল গাঁধী রায়বরেলি এবং ওয়েনাড দুটি আসনেই জয়ী হন। তারপর রায়বরেলি রেখে ওয়েনাড ছেড়ে দেন তিনি। এই আসনে লড়ছেন প্রিয়ঙ্কা গাঁধী। এবারই প্রথমবার ভোটের লড়াইয়ে তিনি। বিজেপি এবং সিপিআই প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন প্রিয়ঙ্কা।
আজই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আজ ৪৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এখানে সরাসরি লড়াই বিজেপি নেতৃত্বাধীন NDA-র সঙ্গে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চার INDIA-র সঙ্গে।
By Election News Live : বিধানসভা উপনির্বাচনে প্রথম ৬ ঘণ্টায় ৬ কেন্দ্রে ভোট পড়ল ৪৬%
নির্বাচন কমিশনের হিসাব অনুসারে বিধানসভা উপনির্বাচনে প্রথম ৬ ঘণ্টায় ৬ কেন্দ্রে ভোট পড়ল ৪৬%
সিতাইয়ে ভোট পড়েছে ৪৫%
মাদারিহাটে ভোট পড়েছে ৪৬%
নৈহাটিতে ভোট পড়েছে ৪০%
হাড়োয়াতে ভোট পড়েছে ৪৭%
মেদিনীপুরে ভোট পড়েছে ৪৬%
তালডাংরায় ভোট পড়েছে ৪৮%
WB News Live : মাদারিহাটে বুথে বিজেপিকে বসতে বাধা দেওয়ার অভিযোগ
মাদারিহাটে বুথে বিজেপিকে বসতে বাধা দেওয়ার অভিযোগ
খবর পেয়েই রায়পাড়ার বুথে বিজেপি প্রার্থী, পুলিশের সঙ্গে বচসা
Byelection News : তৃণমূলের বিরুদ্ধে ইভিএম-এর বোতামে টেপ লাগানোর অভিযোগ
ইভিএম-এর ১-২নং বোতামে টেপ লাগিয়ে প্রার্থীর নাম ও প্রতীক চিহ্ন ঢেকে দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে ইভিএম-এর বোতামে টেপ লাগানোর অভিযোগ । অভিযোগ সিতাইয়ের বিজেপি প্রার্থী দীপক কুমারের । অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পোলিং এজেন্ট । 'ইভিএমে টেপ লাগানো ছিল না'। জেলা প্রশাসন থেকে খোঁজ নিয়ে জানাল নির্বাচন কমিশন ।
By Election Poll Percentage : উপনির্বাচনে প্রথম ৪ ঘণ্টায় ৬ কেন্দ্রে ভোট পড়ল ৩০ শতাংশ
নির্বাচন কমিশনের হিসাব অনুসারে বিধানসভা উপনির্বাচনে প্রথম ৪ ঘণ্টায় ৬ কেন্দ্রে ভোট পড়ল ৩০ শতাংশ।
সিতাইয়ে ভোট পড়েছে ২৯%
মাদারিহাটে ভোট পড়েছে ৩২%
নৈহাটিতে ভোট পড়েছে ২৫%
হাড়োয়াতে ভোট পড়েছে ৩১%
মেদিনীপুরে ভোট পড়েছে ৩০%
তালডাংরায় ভোট পড়েছে ৩২%
By Election News Live : হাড়োয়ায় ফের আক্রান্ত ISF, এজেন্টকে মার।
হাড়োয়ায় ফের আক্রান্ত ISF, এজেন্টকে মার। বুথের মধ্যেই ISF এজেন্টের উপরে হামলার অভিযোগ। 'দেগঙ্গার হাদিবপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বুথে হামলা'। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ISF-এর