Naihati Boroma: ভোটের জন্য বন্ধ বড়মা দর্শন! তৃণমূল প্রার্থী পুজো দিয়ে বেরতেই তুমুল বিক্ষোভ
Boroma Naihati News: নির্বাচনের দিন সকালে বড়মা মন্দিরে পুজো দিতে এসে বেরোনোর সময় ভক্তদের বিক্ষোভের মুখে নৈহাটি উপনির্বাচনে, তৃণমূলের প্রার্থী সনৎ দে।
নৈহাটি: আজ রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, এই ছয় আসনের বিধায়ক গত লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ায় উপনির্বাচন। মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রে ১৩ কোম্পানি।
এদিকে ভোটের আগেই নৈহাটিতে উত্তেজনা ছড়ায়। নির্বাচনের দিন সকালে বড়মা মন্দিরে পুজো দিতে এসে বেরোনোর সময় ভক্তদের বিক্ষোভের মুখে নৈহাটি উপনির্বাচনে, তৃণমূলের প্রার্থী সনৎ দে। দূরদূরান্ত থেকে আসা ভক্তদের অভিযোগ আজ নির্বাচনের কারণে মন্দির বন্ধ রাখা হয়েছে। সেখানে কীভাবে তৃণমূল প্রার্থী গিয়ে পুজো দিতে পারলেন। এরপরই মন্দির খোলার দাবিতে প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা।
অন্যদিকে, ভোট শুরুর আগে নৈহাটির মালঞ্চ হাইস্কুলের ৬৩ নম্বর বুথে উত্তেজনা ছড়ায়। বিজেপির এজেন্টকে বলতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী রূপক মিত্র নিজে গিয়ে মহিলা এজেন্টকে বুথে বসান। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল কর্মীরা মেরে ভাগিয়ে দেয় তাঁর এজেন্টকে। ই-মেল করে নির্বাচন কমিশনে অভিযোগ জানান বিজেপি প্রার্থী। মিথ্যা অভিযোগ করছেন বিজেপি প্রার্থী, পাল্টা দাবি করে তৃণমূল।
এদিকে, দেগঙ্গার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষাল আবাদ এলাকায় ১৪৬ ও ১৪৭ নম্বর বুথে ISF এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ISF-এর অভিযোগ, ভোট শুরুর আগে তাদের এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় তৃণমূল কর্মীরা। এমনকী, বিরোধীদলের কোনও এজেন্টকেই বুথে বসতে দেখা যায়নি। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থীর বুথ এজেন্ট প্রাক্তন প্রধান বাবলু পাড়ুই। মাইক্রো অবজার্ভার স্বীকার করেছেন, বুথে সব দলের এজেন্ট নেই। ৬ জন এজেন্ট কোন দলের তা জানেন না।
হাড়োয়াতে ভোট শুরুর আগে দুই মহিলা-সহ ISF-এর ১১ জন এজেন্টকে রাস্তায় আটকে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হাড়োয়ার দাদপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথের ISF এজেন্টদের বুথে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে