Maheshtala News : রণক্ষেত্র মহেশতলা, দফায় দফায় উত্তেজনা, কী বললেন আক্রান্ত মহিলা পুলিশ আধিকারিক ?
ABP Ananda LIVE : ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা। গাড়ি ভাঙচুর, বাইকে আগুন, পুলিশও আক্রান্ত। দোকান বসানো ঘিরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ। রণক্ষেত্র মহেশতলা, একে অপরের দিকে ইটবৃষ্টি। একের পর এক গাড়ি ভাঙচুর, বাড়িতেও হামলা ! রবীন্দ্রনগর থানার সামনেই পুলিশের গাড়িতে হামলা।
অগ্নিগর্ভ মহেশতলা। দফায় দফায় উত্তেজনা। থানার সামনে বাইকে আগুন। আক্রান্ত পুলিশ। রণক্ষেত্র পরিস্থিত। নাগাড়ে পাথবৃষ্টি, ভাঙচুর। রাস্তার উপর দাউদাউ করে জ্বলছে বাইক। রবীন্দ্রনগর থানার সামনে পুলিশের বাইকে আগুন ধরিয়ে দিয়েছে উন্মত্ত জনতা। পাথর ছুড়ে ভাঙা হয়েছে পুলিশের গাড়ির কাচ। মহিলা কনস্টেবলের মাথায় ইটের আঘাত লেগেছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ। ইটের আঘাতে রক্তাক্ত পুলিশকর্মী। পুলিশ বলছে, 'মরণবাঁচন অবস্থা। প্রচুর লোক। লড়াই করে পারছি না।' এলাকা ফাঁকা করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘণ্টাখানেক ধরে চলছে এই উত্তেজনা। অ্যাকশনে দেরি, মানলেন পুলিশকর্মী।




















