MAKAUT: ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, উত্তাল ম্যাকাউট, কোপে রেজিস্ট্রার
ABP Ananda LIVE : ম্যাকাউটের ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। সকাল থেকে অধ্যাপক , অধ্যাপিকা ও শিক্ষাকর্মীদের ঢুকতে বাধা পড়ুয়াদের। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে সমস্ত পরীক্ষা বন্ধ রয়েছে। অ্যাম্বুলেন্স না থাকার অভিযোগে জাতীয় সড়কে অবরোধ, বিক্ষোভ।
ছাব্বিশের ভোটের আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বিকেল ৪টেয় বিধানসভায় বাজেট পেশ করলেন চন্দ্রিমা। তার আগে মন্ত্রিসভার বৈঠক। টেট পাস করা মানেই নিয়োগ নয়, চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মধ্যেই বুঝিয়ে দিলেন পর্ষদ সভাপতি। বালি খাদানের বখরা নিয়ে রণক্ষেত্র বীরভূম। কাঁকরতলায় ২ গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক বোমাবাজি! ২জন আহত। ফের রেল দুর্ঘটনা। এবার কোচবিহারে। বামনঘাট স্টেশনেই ইঞ্জিন সরানোর সময় প্যাসেঞ্জার ট্রেনকে পিছন থেকে ধাক্কা। কয়েকজন যাত্রী আহত।
এদিন নিয়োগের দাবিতে পথে নামেন ২০২২-এর টেট উত্তীর্ণরা । সেখানে তাঁরা আলাদাভাবে চপ ভাজার আয়োজন করেন। প্রতীকী বেকার মেলা করেন তাঁরা। একাধিক স্টলে চপ ভাজার সরঞ্জামই শুধু নয়, তা তৈরি করতেও দেখা যায়। তাঁদের বক্তব্য, ২০২২-এ তাঁরা টেট উত্তীর্ণ হয়েছেন। তাঁরা আদালতেও গিয়েছিলেন। যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই কোনও মাইক ব্যবহার বা এই জাতীয় কোনও বিশেষ কর্মসূচিতে না গিয়ে, আদালতের অনুমতির ভিত্তিতে তাঁরা ইন্দিরা ভবনের সামনে কর্মসূচি পালন করেন। তাঁদের ইচ্ছা ছিল, এটা তাঁরা বিকাশ ভবনে করবেন। কিন্তু, এখন তাঁরা সেই অনুমতি পাননি। তাই ইন্দিরা ভবনের সামনে অনুমতির ভিত্তিতে কর্মসূচি পালন করেন।



















