(Source: ECI/ABP News/ABP Majha)
Malda: সরকারি হাসপাতালে রোগীকে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ ওষুধ ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মালদায় (Malda) সরকারি হাসপাতালে রোগীকে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ ওষুধ। যে ওষুধের মেয়াদ ছিল অক্টোবর মাসে। সেই ওষুধ দেওয়া হল নভেম্বর মাসে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ইতিমধ্যে সেই কথা স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ ভুল স্বীকার করে নিয়েছেন। ইতিমধ্যে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মৌলপুর হাসপাতালে। জেলাশাসকের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন রোগী।
আরও খবর..
পথের নিরাপত্তা দিতে গিয়ে আক্রান্ত হলেন বারাসাত পৌরসভার এক মহিলা ট্রাফিক। মঙ্গলবার সকালে হৃদয়পুরের কোড়ার বাসিন্দা বারাসাত শিয়ালদা শাখার হৃদয়পুর স্টেশন সংলগ্ন রেল গেটের কাছের রাস্তায় পথের নিরাপত্তা সামলাছিলেন। এ সময় একটি তিন চাকার গাড়ি আশঙ্কা ঢুকে যায়। গাড়ি চালককে সোনিয়া বিবি সরে যেতে বলায় তাকে উদ্দেশ্য করে কটুক্তি করে। প্রতিবাদ করলে হুমকি দেয় গাড়ির চালক কুতুবউদ্দিন। ডিউটি সেরে বাড়ি ফেরার পর সোনিয়া বিবির বাড়িতে হাজির হয় ভাইপো রাকিবউদ্দীনকে নিয়ে কুতুবুদ্দিন।
চিকন গুনিয়ার থাবা মালদায়। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী রাজ্যের অনান্য জেলায় দেখা গেলেও মালদা জেলাতে এই রোগ প্রথম। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামে। ইতিমধ্যে গ্রামের ২৪ জনের শরীরে এই রোগ দেখা দিয়েছে।