এক্সপ্লোর
MLA's Car Faces Accident : গাজোলে দুর্ঘটনার কবলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গাড়ি, ষড়যন্ত্রের অভিযোগ
মালদার গাজোলে দুর্ঘটনার কবলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গাড়ি। গাড়িতে ছিলেন না বিধায়ক। আহত হন বিধায়কের দুই নিরাপত্তারক্ষী। ষড়যন্ত্রের অভিযোগ বিধায়কের। তিনি বলেন, "আমার প্রাণনাশের ষড়যন্ত্র ছিল। সেইজন্যই জোরপূর্ব ধাক্কা মারে গাড়িটি।"
কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসে ফিরছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পুলিশ সূত্রে খবর, আজ ভোরে বিধায়ককে নিতে মালদা টাউন স্টেশনে আসছিলেন তাঁর গাড়ি চালক। রাত সাড়ে ৩টে নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কে বিধায়কের গাড়িতে ধাক্কা মারে মালদাগামী লরি। লরির চালককে আটক করেছে গাজোল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও দেখুন






















