Malda News: মালদায় বিছানা থেকে পড়ে জমা জলে ডুবে মৃত্য়ু দেড় বছরের শিশুর
ABP Ananda LIVE : বিছানা থেকে পড়ে জমা জলে ডুবে মর্মান্তিক মৃত্য়ু দেড় বছরের শিশুর।ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার ভূতনির গৌরাঙ্গটলায়। প্রায় ১ মাস ধরে বাঁধ ভেঙে প্লাবিত ভূতনির বিস্তীর্ণ এলাকা।বন্য়া পরিস্থিতির জেরে বাড়িতেই জলের উপরেই মাচা করে আশ্রয় নিয়েছেন অনেকে। গৌরাঙ্গটলায় তেমনই এক জলমগ্ন বাড়িতে বিছানা থেকে পড়ে যায় একটি শিশু।জলের উপর মাচা তৈরি করে ঘুমিয়েছিল গোটা পরিবার। ঘুম ভেঙে মা-বাবা উঠে গেলেও, শিশু ওখানেই ঘুমোচ্ছিল। ঘুমের মধ্যেই আচমকা জলে পড়ে যায় সে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার জেরে শোকের ছায়া এলাকায়।
আরও পড়ুন...
ফের পথে চাকরিপ্রার্থীরা
ফের পথে চাকরিপ্রার্থীরা। পথে ২০২৫-এ SSC-র নতুন চাকরিপ্রার্থীরা। অতিরিক্ত শূন্য পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ। এক লক্ষ শূন্য পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ। রেজাল্টের দাবিতে মিছিল করবেন ২০২৩-এর টেট পরীক্ষার্থীরাও। করুণাময়ী থেকে মিছিলের প্রস্তুতি চুড়ান্ত।


















