এক্সপ্লোর
Malda TMC: 'ওটা আসলে লাইটার, যিনি ছবি তুলেছেন তাঁরই লাইটার', পিস্তল-বিতর্ক নিয়ে মৃণালিনী মণ্ডল মাইতি| Bangla News
আগ্নেয়াস্ত্র হাতে নিজের দফতরে শাসক দলের নেত্রী! আগ্নেয়াস্ত্র হাতে মালদা মহিলা তৃণমূলের সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি। পুরাতন মালদার পঞ্চায়েত সমিতির সভানেত্রীর ছবি ঘিরে বিতর্ক। এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, 'ওটা আসলে একটা লাইটার, তা নিয়ে ছবি তোলা হয়েছে। যিনি ছবি তুলেছেন, তাঁরই লাইটার ছিল এটা।' পাল্টা বিজেপির দাবি, 'তৃণমূল কংগ্রেসের কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। গোটা রাজ্যকে ১১ বছরে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়ে দিয়েছে। ওদের অফিসে এটাই কালচার। খুঁজলে বোমও পাওয়া যেতে পারে।'
আরও দেখুন






















