Malda News:কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছে, আবার তার পুনরাবৃত্তি, পুলিশ কী করছে?: নিহত TMC নেতার স্ত্রী
ABP Ananda Live: 'আমি একদমই হতভম্ব এরকম একটা ঘটনায় এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারও মৃত্যু যদি না শেখাতে পারে, কিছুদিন আগেই একটা ঘটেছে, আবার একই ঘটনার পুনরাবৃত্তি। পুলিশ প্রশাসনকে বলব বিষয়টি তদন্ত করে আসল দোষী যারা কী কারণে করছে সেটা দেখে তাদের যথাযথ শাস্তির জন্য কাজ করা উচিত। কোর্ট নিশ্চয় এর রায় দেবেন। এরকম ঘটনা যেন আর না ঘটে, তার জন্য পুলিশ প্রশাসনের উচিত বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা। নিশ্চয় দল এবিষয়টি দেখবে', বললেন নিহত দুলাল সরকারের স্ত্রী।
ফের মালদা, বাইকে করে এসে তৃণমূল নেতার এই হাল করল দুষ্কৃতীরা; পিছনে কে ?
দুলাল সরকার হত্যাকাণ্ডের এখনও দুই সপ্তাহ অতিক্রান্ত হয়নি। তারমধ্যেই আর এক তৃণমূল নেতা গুলিবিদ্ধ হলেন। আজ সকালে শ্যুটআউটের ঘটনা ঘটেছে কালিয়াচকের নয়াবস্তি এলাকায়। অঞ্চল সভাপতি বকুল শেখ এবং তাঁর সঙ্গীরা গিয়েছিলেন একটি রাস্তার কাজে শিলান্যাস করতে। সেই সময় বকুল শেখকে লক্ষ্য করে গুলি করা হয়। স্থানীয় সূত্রে খবর, বাইকে করে এসে বকুল শেখকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। অঞ্চল সভাপতি ছাড়াও আরও দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বকুল শেখের অবস্থা সংকটজনক। কে বা কারা গুলি চালাল তা তদন্ত করে দেখছে কালিয়াচক থানার পুলিশ। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।



















