Malda: হাজারের বেশি ভুয়ো কার্ড, ৭ বছর ধরে রেশন লুঠ! তৃণমূল নেতা-ডিলারকে ৮ কোটি টাকা জরিমানা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মালদার কালিয়াচকে বড়সড় রেশন দুর্নীতি, তৃণমূল নেতা তথা রেশন ডিলারের প্রায় ৮ কোটি টাকা জরিমানা। তৃণমূলের অঞ্চল সভাপতি ও রেশন ডিলার আশরাফুল ইসলামের ডিলারশিপ সাসপেন্ড। ফুড সাপ্লাই ইনস্পেক্টরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। ২০১৫-২০২২: ভুয়ো রেশন কার্ড বানিয়ে খাদ্য সামগ্রী লুঠের অভিযোগ।
আরও খবর..
আর জি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে, এবার, 'অভয়ামঞ্চ' তৈরি করে ফের পথে নামতে চলেছে চিকিৎসকরা। সোমবার, অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসে বৈঠকে বসেন ওয়েস্টবেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স এর সদস্যরা। বৈঠকে ছিলেন ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও। বৈঠকে স্থির হয়েছে, জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে ৩০ অক্টোবর, রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CBI-এর দফতর CGO কমপ্লেক্স পর্যন্ত যে অভিযানের ডাক দেওয়া হয়েছে, তাতে অংশ নেবেন 'অভয়া মঞ্চের' প্রতিনিধিরা।
রেশন দুর্নীতি মামলায় তল্লাশিতে বাজেয়াপ্ত মোবাইল ফোনেই কি লুকিয়ে রহস্যের চাবিকাঠি? ED-র আশঙ্কা, মোবাইল ফোন থেকে প্রচুর তথ্য মুছে ফেলা হতে পারে। রেশন দুর্নীতি ৪ জেলার ১৩টি জায়গায় তল্লাশি চালায় ED। সূত্রের দাবি, বাজেয়াপ্ত করা হয়েছিল ৮টি মোবাইল ফোন। এই ফোনগুলি খুলে তথ্য উদ্ধারের জন্য বিশেষ দল গঠন করেছে কেন্দ্রীয় এজেন্সি। ED-র দাবি, তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৩ হাজার পাতার নথি