Mamata on Neeti Ayog Meeting : নীতি-আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে রাজনৈতিক তরজা তুঙ্গে
ABP Ananda LIVE : দিল্লিতে শুরু নীতি আয়োগের বৈঠক। আলোচনায় যোগ প্রধানমন্ত্রীর। বয়কট তৃণমূলের। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে থাকলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠকে উন্নয়নের সওয়াল প্রধানমন্ত্রীর। ‘কেন্দ্র-রাজ্য একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়। রাজ্য উন্নত হলে ভারত উন্নত হবে। বার্তা মোদির। কী বললেন বিরোধীরা ?
Panskura Student Death : 'পাশেই পড়েছিল চিপস...তবু পুলিশ বলে ভয় দেখিয়ে মার' সেদিনের ভয়াবহ স্মৃতি উগরে দিলেন মা
আজ তার কোল খালি। ছেলেটা চরম সিদ্ধান্ত নেওয়ার আগে লিখে গিয়েছিল ‘মা আমি বলে যাচ্ছি, যে আমি কুড়কুড়াটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম। চুরি করিনি।’কিন্তু এখন সেই মায়ের কোল খালি। সারা জীবন এই শূন্যতার ভারই বুকে বয়ে বেড়াতে হবে তাঁকে। শেষ স্মৃতি আঁকড়ে বারে বারে ডুকরে উঠছেন তিনি। বলার চেষ্টা করছেন অনেক কিছু । কিন্তু গুছিয়ে উঠতে পারছেন না। বললেন, ছেলেটা দোকানে গিয়ে অনেকবার ডেকেছে। ডাকার পরে দেখে রাস্তায় চিপস দুটো পড়ে আছে। দোকানের সাইডে। চিপস গুলি কুড়িয়েও অনেকবার ডেকেছে। সাড়া দেয়নি কেউ। তখনই সাইকেল চালিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে তাকে ধাওয়া করা হয়। চোর চোর বলে লাঞ্ছনা করা হয়। কানধরে ওঠবোসও করানো হয়। মারে। ভয় দেখায়,'বাবা-মাকে নিয়ে যাবে,আমি পুলিশ। ...জেলে ধরিয়ে দেব বলেছে 'বলতে বলতেই আবার হাহাকার করে ওঠেন মা।


















